Duto Manush

দু'টো মানুষ
একসাথে কত পথ চলা
হাতে হাত রেখে কথা বলা
কেন সব করে অবহেলা
কেন শেষ মেশে এসে বিদায়

ফুলদানি
আছড়ে ভেঙ্গে চুরমার
ফুল জল সব একাকার
নেমে আসে অন্ধকার
জানলার বাইরে নেমে আসে রাত

দু'টো বালিশ
কত স্বপ্ন ভালোবাসা বোঝাই
দেখে যায় এই কুৎসিত লড়াই
আশা আকাঙ্ক্ষা সব পুড়ে ছাই
কেউ মুখ ফুটে কিছু বলেনা

টেবিল ল্যাম্পের আধো-অন্ধকারে
ভাঙ্গা চোরা মন দু'টো গুমরে-গুমরে মরে
দু'জনেই বসে থাকে হাত ধরবে বলে
কেউ মুখ ফুটে কিছুই বলেনা
ভগবান তাই নেমে আসে না

আসে সকাল
চোখ মুছে চিঠি লেখা
স্যুটকেস হাতে ট্যাক্সি ডাকা
ফিরে না তাকিয়ে দেখা
ইস্! এই ভাবে কেউ চলে যায়
এই ভাবে কেউ চলে যায়



Credits
Writer(s): Anjan Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link