Eto Jol O Kajol Chokhe

এত জল
এত জল ও কাজল চোখে, পাষাণী আনলে বল কে?
এত জল ও কাজল চোখে, পাষাণী আনলে বল কে?
এত জল ও কাজল চোখে, পাষাণী আনলে বল কে?
টলমল জলমোতির মালা দুলিছে ঝালর-পালকে
টলমল জল-মোতির মালা দুলিছে ঝালর-পালকে
এত জল ও কাজল চোখে, পাষাণী আনলে বল কে?

দিলো কি পূব হাওয়াতে দোল, বুকে কি বিঁধিলো কেয়া?
দিলো কি পূব হাওয়াতে দোল?
পূব হাওয়া, হাওয়া...
দিলো কি পূব হাওয়াতে দোল, বুকে কি বিঁধিলো কেয়া?
কাঁদিয়া কুটিলে গগন এলায়ে ঝামর-অলকে
এত জল ও কাজল চোখে, পাষাণী আনলে বল কে?
এত জল ও কাজল চোখে, পাষাণী আনলে বল কে?

সে পথে নির্ভরণে যাও বসে রই সেই পথ পাশে
দেখি নিতে কার পানে চাহি কলসির সলিল ছলকে
বুকে তোর
বুকে তোর সাত সাগরের জল পিপাসা মিটলো না কবি
বুকে তোর, বুকে তোর
বুকে তোর, বুকে তোর
বুকে, বুকে
বুকে তোর
বুকে তোর সাত সাগরের জল, পিপাসা মিটলো না কবি
বুকে তোর সাত সাগরের জল, পিপাসা মিটলো না কবি
ফটিক জল! জল খুঁজিস যেথায় কেবলি তড়িৎ ঝলকে

এত জল ও কাজল চোখে, পাষাণী আনলে বল কে?
এত জল ও কাজল চোখে, পাষাণী আনলে বল কে?
এত জল, এত জল, এত জল, এত জল
এত জল ও কাজল চোখে, পাষাণী আনলে বল কে?
এত জল ও কাজল চোখে, পাষাণী আনলে বল কে?
আনলে বল কে?
আনলে বল কে?



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link