Romjaner Oi Rojar Seshe (2014 Mix)

রমজানের ঐ রোজার শেষে

ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ,
ও তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন
আসমানী তাগিদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ।

তোর সোনা দানা বালা খানা
সব রাহে লিল্লাহ
তোর সোনা দানা বালা খানা
সব রাহে লিল্লাহ

দে যাকাত মুর্দা মুসলিমে তুই
ভাঙ্গায়িতে নিদ
যে যাকাত মুর্দা মুসলিমে তুই
ভাঙ্গায়িতে নিদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ।



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link