Sab Bhalo Jaar Shesh Bhalo

সব ভালো যার শেষ ভালো
সব ভালো যার শেষ ভালো

চাঁদ ভালো জ্যোৎস্না হলে, জ্যোৎস্না হলে
শিশু ভালো মায়ের কোলে, মায়ের কোলে
প্রদীপ ভালো যখন জ্বলে দেয় সে শুধু আলো

সব ভালো যার শেষ ভালো
ও, সব ভালো যার শেষ ভালো

যে আকাশটা কাঁপে ঝড়ে
শান্ত সে হয় ঝড়ের পরে
যে আকাশটা কাঁপে ঝড়ে
শান্ত সে হয় ঝড়ের পরে

দুঃখ, সে তো সুখের ছায়া যেন
সাদার পাশে কালো

সব ভালো যার শেষ ভালো
ও, সব ভালো যার শেষ ভালো

সত্যম শিবম সুন্দরম
সত্যম শিবম সুন্দরম
সত্যম শিবম সুন্দরম
সত্যম শিবম সুন্দরম

পৃথিবীতে সবই ভালো
ফুলের গন্ধ, অলির বাঁশী
সবার চেয়ে ভালো তবু
অনাথ শিশুর মুখের হাসি

পৃথিবীতে সবই ভালো
ফুলের গন্ধ, অলির বাঁশী
সবার চেয়ে ভালো তবু
অনাথ শিশুর মুখের হাসি

বর্ষা গিয়ে ফাগুন আসে

বর্ষা গিয়ে ফাগুন আসে
কাঁদে যারা তারাও হাসে
ভুল বোঝার এই বোঝা নিয়ে কেন
অমৃত বিষ ঢালো

সব ভালো যার শেষ ভালো
ও, সব ভালো যার শেষ ভালো



Credits
Writer(s): Nachiketa Ghosh, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link