Kakhan Ki Hoy

কখন কি হয়, কে বলতে পারে?
কত মজার গল্প ভাই তৈরি যে হয়
আমাদের জীবনের পথের ধারে
কে বলতে পারে?
কখন কি হয়, কে বলতে পারে?
কত মজার গল্প ভাই তৈরি যে হয়
আমাদের জীবনের পথের ধারে
কে বলতে পারে?

কত ভিখারী যে লাখ টাকা পেয়ে যায়
কত বাদশা যে ছেড়া কাঁথা দেয় গায়
কোন খেয়ালী বিধাতা ভাই
কোন খেয়ালে হটাৎ বদলে দেয় ভাগ্যটা রে

কত মজার গল্প ভাই তৈরি যে হয়
আমাদের জীবনের পথের ধারে
কে বলতে পারে?
কখন কি হয়, কে বলতে পারে?
কত মজার গল্প ভাই তৈরি যে হয়
আমাদের জীবনের পথের ধারে
কে বলতে পারে?

বিশ্বাস করো আর নাইবা করো
বলি সত্যি কথা, এই জীবনটা ভাই
উপন্যাসের চেয়ে মজার বড়
বিশ্বাস করো আর নাইবা করো
বলি সত্যি কথা, এই জীবনটা ভাই
উপন্যাসের চেয়ে মজার বড়

শোনা যায় প্রেম নাকি জাদুকর
কার চোখে কে কখন সুন্দর
শোনা যায় প্রেম নাকি জাদুকর
কার চোখে কে কখন সুন্দর
তুমি হয়তো তারেই দেখে মন হারাবে
স্বপ্নে কোনোদিন দেখোনি যারে

কত মজার গল্প ভাই তৈরি যে হয়
আমাদের জীবনের পথের ধারে
কে বলতে পারে?
কখন কি হয়, কে বলতে পারে?
কত মজার গল্প ভাই তৈরি যে হয়
আমাদের জীবনের পথের ধারে
কে বলতে পারে?



Credits
Writer(s): Shyamal Mitra, Pronab Roy
Lyrics powered by www.musixmatch.com

Link