Ogo Krandasi Pathacharini (Original)

ক্রন্দসী পথচারিণী
তুমি কোথা যাও, তুমি কারে চাও?
ক্রন্দসী পথচারিণী
তুমি কোথা যাও, তুমি কারে চাও?

যে ব্যথা তব অন্তরে
ও বিষাদিনী, মোরে বলে যাও

ক্রন্দসী পথচারিণী
তুমি কোথা যাও, তুমি কারে চাও?

বন্ধুর পথ জানো না
বন্ধুর পথ অজানা
বলো পথিকে-
বলো পথিকে কত শুধাবে-
"কোথা গেছে সে মোরে বলে দাও?"

ক্রন্দসী পথচারিণী
তুমি কোথা যাও, তুমি কারে চাও?

সংকটময় ভুবনে ভ্রমিবে একা কেমনে?
কোন চঞ্চল তাড়নে বঞ্চিলে নিজ ভবনে?
সংকটময় ভুবনে ভ্রমিবে একা কেমনে?
কোন চঞ্চল তাড়নে বঞ্চিলে নিজ ভবনে?

এসো গো মম অঙ্গনে
এসো গো মম অঙ্গনে
দেখ তল্লাসি-
দেখ তল্লাসি এই অন্তরে
তুমি যারে চাও যদি তারে পাও

ক্রন্দসী পথচারিণী
তুমি কোথা যাও, তুমি কারে চাও?



Credits
Writer(s): Atulprasad Sen
Lyrics powered by www.musixmatch.com

Link