Ananda

সুকুমার রায় বললেই যে ধরনের কবিতা মনে পড়ে
এ কবিতাটি কিন্তু ঠিক সে ধরনের নয়
এ কবিতায় কোনো fun বা মজা নেই
আছে এক নির্মল আনন্দ
এই পৃথিবীর নিত্য ঘটনার মধ্যে যে সহজ আনন্দ
সেই আনন্দ ভরে আছে এই কবিতায়
সেই সহজতা, সেই আনন্দকে প্রকাশ করতে হবে কণ্ঠে

আনন্দ
কবি: সুকুমার রায়

যে আনন্দ ফুলের বাসে
যে আনন্দ পাখির গানে
যে আনন্দ অরুণ আলোয়
যে আনন্দ শিশুর প্রাণে

যে আনন্দে বাতাস বহে
যে আনন্দ সাগরজলে
যে আনন্দ ধূলির কণায়
যে আনন্দ তৃণের দলে

যে আনন্দে আকাশ ভরা
যে আনন্দ তারায় তারায়
যে আনন্দ সকল সুখে
যে আনন্দ রক্তধারায়

সে আনন্দ মধুর হয়ে
তোমার প্রাণে পড়ুক ঝরি
সে আনন্দ আলোর মতো
থাকুক তব জীবন ভরি



Credits
Writer(s): Osho
Lyrics powered by www.musixmatch.com

Link