Aaji Ankhi Juralo

আজি আঁখি জুড়ালো হেরিয়ে
আহা, আঁখি জুড়ালো হেরিয়ে
মনোমোহন, মিলনমাধুরী, যুগলমুরতি
আজি আঁখি জুড়ালো হেরিয়ে

ফুলগন্ধে আকুল করে
বাজে বাঁশরি উদাস স্বরে
নিকুঞ্জ প্লাবিত চন্দ্রকরে
তারি মাঝে
মনোমোহন, মিলনমাধুরী, যুগলমুরতি

আজি আঁখি জুড়ালো হেরিয়ে

আনো আনো ফুলমালা
দাও দোঁহে বাঁধিয়ে
আনো আনো ফুলমালা
দাও দোঁহে বাঁধিয়ে

হৃদয়ে পশিবে ফুলপাশ
অক্ষয় হবে প্রেমবন্ধন
চিরদিন হেরিব হে
মনোমোহন, মিলনমাধুরী, যুগলমুরতি

আজি আঁখি জুড়ালো হেরিয়ে
আহা, আঁখি জুড়ালো হেরিয়ে
মনোমোহন, মিলনমাধুরী, যুগলমুরতি
আজি আঁখি জুড়ালো হেরিয়ে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link