Muhurto

মুহূর্ত কেন এতো বড়?
সময় কেন এতো ফাঁকা?
আকাশের সব দুঃখ কেন
দু চোখের জল দিয়ে ঢাকা?
মুহূর্ত কেন এতো বড়?(এতো বড়)
সময় কেন এতো ফাঁকা? (এত ফাঁকা)
আকাশের সব দুঃখ কেন (দুঃখ কেন)
দু'চোখের জল দিয়ে ঢাকা? (দিয়ে ঢাকা)

টিকটিকটিক করে ঘড়ির কাটা চলে
সময় না না বলে
ঠিকঠিকঠিক বলে মন কাকে খোঁজে
মন যাকে বোঝে
টিকটিকটিক করে ঘড়ির কাটা চলে
সময় না না বলে
ঠিকঠিকঠিক বলে মন কাকে খোঁজে
মন যাকে বোঝে
মুহূর্ত কেন এতো বড়?(এতো বড়)
সময় কেন এতো ফাঁকা? (এত ফাঁকা)
আকাশের সব দুঃখ কেন (দুঃখ কেন)
দু'চোখের জল দিয়ে ঢাকা? (দিয়ে ঢাকা)

না না না (না না না)
না না না (না না না)
না না না (না না না)
না না না (না না না)

টিকটিকটিক ঠিক ঠিক ঠিক করে ঘড়ির কাটা চলে
টিক টিক টিক ঠিক ঠিক ঠিক বলে মন কাকে খোঁজে

টিকটিকটিক করে ঘড়ির কাটা চলে
সময় না না বলে
ঠিকঠিকঠিক বলে মন কাকে খোঁজে
মন যাকে বোঝে
টিকটিকটিক করে ঘড়ির কাটা চলে
সময় না না বলে
ঠিকঠিকঠিক বলে মন কাকে খোঁজে
মন যাকে বোঝে

মুহূর্ত কেন এতো বড়? (এতো বড়)
সময় কেন এতো ফাঁকা? (এতো ফাঁকা)
আকাশের সব দুঃখ কেন (দুঃখ কেন)
দু'চোখের জল দিয়ে ঢাকা? (দিয়ে ঢাকা)
মুহূর্ত কেন এতো বড়?
সময় কেন এতো ফাঁকা?
আকাশের সব দুঃখ কেন
দু'চোখের জল দিয়ে ঢাকা?



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link