Bhaag

স্কুলে শিখা অংক ক্লাসেতে ভাগ
মনে ছিল কত জমে থাকা রাগ
চলে গেলে রেখে গেলে অন্ধকার
ভাগের ঘরে নাম লেখা শুন্যতার
ভাগ হতে পারে মা
ভাগ হতে পারে দেশ
ভাগ করা নদী তনু
হয় সাগরেতে শেষ।

ভাগ হতে পারে মা
ভাগ হতে পারে দেশ
ভাগ করা নদী তনু
হয় সাগরেতে শেষ।
স্কুলে শেখা অংক ক্লাসেতে ভাগ।

ছেলে বেলায় বল কি ছিল দামী
ছবির পাতায় বাবা মা আর আমি
ভাঙন এল ছবিটা হয়ে গেল শেষ
খুজে মন সাদা কালো সেই সব দেশ।

ভাগ হতে পারে মা
ভাগ হতে পারে দেশ
ভাগ করা নদী তনু
হয় সাগরেতে শেষ।

ভাগ হতে পারে মা
ভাগ হতে পারে দেশ
ভাগ করা নদী তনু
হয় সাগরেতে শেষ।

আহা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা লা

মোস্তফা জামান পারভেজ
সৈদয়পুর
সীতাকুন্ড, চট্টগ্রাম
বাংলাদেশ



Credits
Writer(s): Prithwiraj, Fawad, Debadeep
Lyrics powered by www.musixmatch.com

Link