Tumi Kon Kananer Phool

তুমি কোন্ কাননের ফুল
কোন্ গগনের তারা
তোমায় কোথায় দেখেছি
যেন কোন্ স্বপনের পারা
তুমি কোন্ কাননের ফুল
কোন্ গগনের তারা

কবে তুমি গেয়েছিলে
আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি
কবে তুমি গেয়েছিলে
আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি
শুধু মনের মধ্যে জেগে আছে
ওই নয়নের তারা
তুমি কোন্ কাননের ফুল
কোন্ গগনের তারা

তুমি কথা কয়ো না
তুমি চেয়ে চলে যাও
এই চাঁদের আলোতে
তুমি হেসে গ'লে যাও
তুমি কথা কয়ো না
তুমি চেয়ে চলে যাও
এই চাঁদের আলোতে
তুমি হেসে গ'লে যাও
আমি ঘুমের ঘোরে
চাঁদের পানে
চেয়ে থাকি মধুর প্রাণে
তোমার আঁখির মতন
দুটি তারা ঢালুক কিরণধারা
তুমি কোন্ কাননের ফুল
কোন্ গগনের তারা
তোমায় কোথায় দেখেছি
যেন কোন্ স্বপনের পারা
তুমি কোন্ কাননের ফুল
কোন্ গগনের তারা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link