Mondo Bhaloy Dishehara (Version 2)

মন্দ-ভালোয় দিশেহারা
একরোখা দিন লাগামছাড়া routine ছোটায়
রাস্তা ছোটে হাজার দিকে
শহরজোড়া এই traffic-এর ছুটি কোথায়

ছুটির কথাই উঠলো যখন
দিন কাটিয়ে সূর্য্যি তখন ফিরতি tour-এ
ভিড়ের ছোঁয়াচ লাগছে জামায়
রোদ্দুরে মন গল্প শোনায় এই দুপুরে

কী জানি কখন কোথায় কী যে হয়
কী জানি কখন কোথায় কী যে হয়
খেয়াল-খুশির চলছে সময়

বিকেল নামে পরের stop-এ
অল্প আলোর coffee shop-এ আড্ডা ঘনায়
Flyover-এর শরীর জুড়োয়
হাওয়া তখন কাগজ কুড়োয় অবুঝপনায়

হাওয়ার কথাই উঠলো যখন
টিমটিমে নীল ইচ্ছে তখন সন্ধ্যে জ্বালে
ঘরফেরা লোক ক্লান্তি পোড়ায়

ঝিমধরা চোখ স্বপ্ন ওড়ায় carnival-এ
ঝিমধরা চোখ স্বপ্ন ওড়ায় carnival-এ

কী জানি কখন কোথায় কী যে হয়
কী জানি কখন কোথায় কী যে হয়
খেয়াল-খুশির চলছে সময়

রাতের stoppage নিয়ন ভেজা
বন্ধ বাজার, ঘুম হেঁটে যায় রাস্তা দিয়ে
Footpath-ও তার গল্প বলে
কেটলি ঘুমোয় চায়ের stall-এ মুখ লুকিয়ে

ঘুমের কথাই উঠলো আবার
শহুরে রাত স্বপ্নে কাবার, বাজবে alarm
অনেক দেখে একটু ভেবে

শহর আবার রওনা দেবে সকাল বেলা
শহর আবার রওনা দেবে সকাল বেলা

কী জানি কখন কোথায় কী যে হয়
কী জানি কখন কোথায় কী যে হয়
খেয়াল-খুশির চলছে সময়

কী জানি কখন কোথায় কী যে হয়
কী জানি কখন কোথায় কী যে হয়



Credits
Writer(s): Prabuddha Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link