Bodhu Michhey Raag Koro Na

বঁধু, মিছে রাগ কোরো না
কোরো না

মম মন বুঝে দেখো মনে মনে
মনে রেখো, কোরো করুণা

বঁধু, মিছে রাগ কোরো না
কোরো না

পাছে আপনারে রাখিতে না পারি
তাই কাছে কাছে থাকি আপনারি
পাছে আপনারে রাখিতে না পারি
তাই কাছে কাছে থাকি আপনারি
মুখে হেসে যাই, মনে কেঁদে চাই
সে আমার নহে ছলনা

দিনেকের দেখা, তিলেকের সুখ
ক্ষণেকের তরে শুধু হাসিমুখ
পলকের পরে থাকে বুক ভরে
চিরজনমের বেদনা

তারি মাঝে কেন এত সাধাসাধি
অবুঝ আঁধারে কেন মরি কাঁদি
দূর হতে এসে ফিরে যাই শেষে
বহিয়া বিফল বাসনা

বঁধু, মিছে রাগ কোরো না
কোরো না
বঁধু, মিছে রাগ কোরো না



Credits
Writer(s): Soumyojit Das, Sourendra
Lyrics powered by www.musixmatch.com

Link