Ek Ekke Ek

এক একে এক, দুই একে দুই-
নামতা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে,
নন্দী বাড়ির আটচালাতে কুমোর ঠাকুর গড়ে
মন বসে কি আর!
আহা হা! চণ্ডী তলায় বাদ্যি বাজে ঢাক গুরু গুর
জা গি না, তাক্ তা ধিনা, তাক্ তা ধিনা, তাক্ কুরু কুর
কুরুর কুরুর তাক্!

দু একে দুই, দুই দুগুণে চার
তিন দুগুণে ছয়, চার দুগুণে আট
ভাল্লাগেনা পুজোর সময় পাঠশালার এই পাঠ,
গুরুমশাই বসে আছেন চশমাটি আঁট-সাঁট।
কে জানে, এতক্ষুণে হয়ত মায়ের মুখ হল রঙ করা!
আনমনা ওই ছেলেরা সব, থাক্ না এবার পড়া!
মন বসে না আর!
আহা হা! চণ্ডী তলায় ঢাকের আওয়াজ মিষ্টি মধুর!
জা গি না, তাক্ তা ধিনা, তাক্ তা ধিনা, তাক্ কুরু কুর
কুরুর কুরুর তাক্!

তিন একে তিন, তিন দুগুণে ছয়
চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ
ভুল হয়ে যায়, কঠিন পড়ায়, মন মানে না বশ,
পড়ার কথা ভাবলে চোখে জল পড়ে টস টস!
কে জানে, এবার বোধয় সিংহ-রাজের কেশর দিল জুড়ে!
অসুর বোধয় বেরিয়ে গেছে মোষের পেটটি ফুঁড়ে!
মন মানে না আর!
আহা হা! কতক্ষণে যাবে এসব দেখবে ঠাকুর!
জা গি না, তাক্ তা ধিনা, তাক্ তা ধিনা, তাক্ কুরু কুর
কুরুর কুরুর তাক্!



Credits
Writer(s): Ranjit Dey, Probir Majumder
Lyrics powered by www.musixmatch.com

Link