Kaal Je Ki Hobe

একটা দুটো সময়ের বোতাম
আজ হাঁটতে হাঁটতে কুড়িয়ে পেলাম
একটা দুটো ভালো থাকা হারিয়ে গেল
হাওয়ায় ভাসে কার ডাকনাম?

বন্ধু ভেঙে পেয়েছি মোহর
লুকিয়ে রাখা সোনালি পাথর
একা একা ছড়িয়েছি সারা রাত-দিন
সাজিয়েছি এই শহর

কাল যে কী হবে, কেউ তা জানে না
সময় তো কোনো চেনা ছকই মানে না
হাজারটা রাস্তা ছুটে চলে হাজার দিকে
জীবন থেমে থাকে না

ছেড়ে গেলে ছেড়ে যেতে হয়
তবু যে কেন একলা হতে ভয়
কিছু থাকে পিছুটান, কিছু অভিমান
ফেরার আর হয় না সময়

হাঁটতে হাঁটতে মিলে যাবে দিক
যেভাবে ছোটে ঘরফেরা traffic
ফুটপাতে কে খুঁজে পায় হারানো রুমাল?
প্রতিদিন নতুন তারিখ

কাল যে কী হবে, কেউ তা জানে না
সময় তো কোনো চেনা ছকই মানে না
হাজারটা রাস্তা ছুটে চলে হাজার দিকে
জীবন থেমে থাকে না

একটা দুটো পুরোনো চিঠি
কবেই বা আমরা ভুলতে পেরেছি?
ড্রয়ারে লুকিয়ে থাকে ডায়রির মতো
অতীতের নীল জ্যামিতি

আলগামুখো বন্দী দূরভাষ
মুহূর্ত নিয়ে camera বিলাস
গুনে গুনে জমা করা album-এর রসে
এই আছে এই ইতিহাস

কাল যে কী হবে, কেউ তা জানে না
সময় তো কোনো চেনা ছকই মানে না
হাজারটা রাস্তা ছুটে চলে হাজার দিকে
জীবন থেমে থাকে না

অন্য নামে অন্য কোনো দিন
হবে কি দেখা কখনো রঙিন?
ঘনিয়ে আসা মেঘে মেঘে বেড়েছে বেলা
এ সময় বাহানাহীন

ছেড়ে গেলে ছেড়ে যেতে হয়
তবু যে কেন একলা হতে ভয়
কিছু থাকে পিছুটান, কিছু অভিমান
ফেরার আর হয় না সময়

কাল যে কী হবে, কেউ তা জানে না
সময় তো কোনো চেনা ছকই মানে না
হাজারটা রাস্তা ছুটে চলে হাজার দিকে
জীবন থেমে থাকে না

কাল যে কী হবে, কেউ তা জানে না
সময় তো কোনো চেনা ছকই মানে না
হাজারটা রাস্তা ছুটে চলে হাজার দিকে
জীবন থেমে থাকে না



Credits
Writer(s): Neel Dutt, Srijato
Lyrics powered by www.musixmatch.com

Link