Bahojuger Opar Hote

বহু যুগের ও পার হতে আষাঢ় এল
এল আমার মনে
কোন সে কবির ছন্দ বাজে
ঝরো ঝরো বরিষনে
বহু যুগের ও পার হতে আষাঢ় এল
এল আমার মনে
কোন সে কবির ছন্দ বাজে
ঝরো ঝরো বরিষনে
বহু যুগের...

যে মিলনের মালাগুলি
ধুলায় মিশে হল ধূলি
যে মিলনের মালাগুলি
ধুলায় মিশে হল ধূলি
গন্ধ তারই ভেসে আসে
আজি সজল সমীরণে
ঝরো ঝরো বরিষনে

বহু যুগের ওপার হতে আষাঢ় এল
এলো আমার মনে
কোন সে কবির ছন্দ বাজে
ঝরো ঝরো বরিষনে
বহু যুগের...

সে দিন এমনি মেঘের ঘটা রেবানদীর তীরে
এমনি বারি ঝরেছিল শ্যামলশৈলশিরে
সে দিন এমনি মেঘের ঘটা রেবানদীর তীরে
এমনি বারি ঝরেছিল শ্যামলশৈলশিরে

মালবিকা অনিমিখে চেয়ে ছিল পথের দিকে
মালবিকা অনিমিখে চেয়ে ছিল পথের দিকে
সেই চাহনি এল ভেসে
কালো মেঘের ছায়ার সনে
ঝরো ঝরো বরিষনে

বহু যুগের ওপার হতে আষাঢ় এল
এলো আমার মনে
কোন সে কবির ছন্দ বাজে
ঝরো ঝরো বরিষনে
বহু যুগের...



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link