Barday Bhabire Dichhe Kailaiye

বদ্দায় ভাবীরে দিছে কিলায়ে
রান্নাঘরের আন্ধারে ভাবী কান্দে লুকায়ে
বদ্দায় ভাবীরে দিছে কিলায়ে
রান্নাঘরের আন্ধারে ভাবী কান্দে লুকায়ে
চোখের পানি পুছতে পুছতে শাড়ির আঁচল ভিজায়ে
ছিকার উপর দইয়ের পাতিল লইতে ভাঙ্গিল ফেলায়ে
তার লাইগা বদ্দায় দিছে ভাবীরে কিলায়ে
বদ্দায় ভাবীরে দিছে কিলায়ে
রান্নাঘরের আন্ধারে ভাবী কান্দে লুকায়ে

ভাবী কিবা করিছে
ঘরের দুয়ার মেইলা যায় পাড়া বেড়াইতে
ভাবী কিবা করিছে
ঘরের দুয়ার মেইলা যায় পাড়া বেড়াইতে
ঘরে ছিল সাধের শুটকি
বিড়ালে সব খাইলিয়ে
ঘরে ছিল সাধের শুটকি
বিড়ালে সব খাইলিয়ে
তার লাইগা বদ্দায় দিছে ভাবীরে কিলায়ে

বদ্দায় ভাবীরে দিছে কিলায়ে
রান্নাঘরের আন্ধারে ভাবী কান্দে লুকায়ে

ঘরে আইলো বেপারী
চাইষের চালে কাঁচের চুরি কিনে বাহারি
ঘরে আইলো বেপারী
চাইষের চালে কাঁচের চুরি কিনে বাহারি
এই কথা শাউড়ি শুইনা বদ্দার কাছে কয় গিয়ে
এই কথা শাউড়ি শুইনা বদ্দার কাছে কয় গিয়ে
তার লাইগা বদ্দায় দিছে ভাবীরে কিলায়ে

বদ্দায় ভাবীরে দিছে কিলায়ে
রান্নাঘরের আন্ধারে ভাবী কান্দে লুকায়ে
চোখের পানি পুছতে পুছতে শাড়ির আঁচল ভিজায়ে
ছিকার উপর দইয়ের পাতিল লইতে ভাঙ্গিল ফেলায়ে
তার লাইগা বদ্দায় দিছে ভাবীরে কিলায়ে
বদ্দায় ভাবীরে দিছে কিলায়ে
রান্নাঘরের আন্ধারে ভাবী কান্দে লুকায়ে
বদ্দায় ভাবীরে দিছে কিলায়ে
রান্নাঘরের আন্ধারে ভাবী কান্দে লুকায়ে



Credits
Writer(s): Shibdas Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link