Eso He Sajal Shyam Ghana Deya (Original)

এসো হে সজল শ্যাম ঘন দেয়া
এসো হে সজল শ্যাম ঘণ দেয়া।

বেনু কুঞ্জ ছায়ায় এসো, তাল তমাল বনে
এসো শ্যামল ফুটাইয়া যুঁথি কুন্দ, দিপ কেয়া
এসো হে সজল শ্যাম ঘন দেয়া
এসো হে সজল শ্যাম ঘণ দেয়া।

বারিধারে এসো চারিধার ভাসায়ে
গীত ইঙ্গিতে দশ দিক হাসায়ে
বিরহী মনে জ্বালায়ে আশার আলেয়া
ঘণ দেয়া, মোহনীয়া, শ্যাম প্রিয়া

এসো হে সজল শ্যাম ঘন দেয়া
এসো হে সজল শ্যাম ঘণ দেয়া।



Credits
Writer(s): Kamal Dasgupta, Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link