Bhranti

অন্ধকারে বসত করে
যায় না দেখা দেয়াল চিরে
অন্ধকারে বসত করে
যায় না দেখা দেয়াল চিরে
দূরের ওই নীল আসমান
একটিবার দু'চোখ মেলে
হৃদয়পথে দু'পা ফেলে

দেখো হৃদয় আকাশের সমান
দেখো হৃদয় আকাশের সমান
দেখো হৃদয় আকাশের সমান
দেখো হৃদয় আকাশের সমান

ঘরের চালে জোছনা ঝরে
সারা নিশিভর
চোখেরই জল যায় যে ছুঁয়ে
আমার এ অধর

ঘরের চালে জোছনা ঝরে
সারা নিশিভর
চোখেরই জল যায় যে ছুঁয়ে
আমার এ অধর

কোথায় তুমি যাও হারিয়ে
দেখো দেখো এ জল একবার ছুঁয়ে

এ যে আমার আবেগ ভরা বান
এ যে আমার আবেগ ভরা বান
এ যে আমার আবেগ ভরা বান
এ যে আমার আবেগ ভরা বান

রঙের তোড়ে রঙ হারিয়ে
ফেলে আপন ঘর
ভুলের শহর দিচ্ছো পাড়ি
আমায় করে পর

রঙের তোড়ে রঙ হারিয়ে
ফেলে আপন ঘর
ভুলের শহর দিচ্ছো পাড়ি
আমায় করে পর

যেয়ো না গো তুমি চলে
বারে বারে এ হৃদয় বলে

তুমি যে মোর পবিত্র বিধান
তুমি যে মোর পবিত্র বিধান
তুমি যে মোর পবিত্র বিধান
তুমি যে মোর পবিত্র বিধান

তুমি যে মোর পবিত্র বিধান
তুমি যে মোর পবিত্র বিধান
তুমি যে মোর পবিত্র বিধান
তুমি যে মোর পবিত্র বিধান

Call the lifeless as I'm walking past your door
You don't live there anymore
This city longs for your grace, longs to be in your embrace
Still breathing, loving, living, smiling like before

Call the lifeless as I'm walking past your door
You don't live there anymore
This city longs for your grace, longs to be in your embrace
Still breathing, loving, living, smiling like before



Credits
Writer(s): Sheikh Adnan Almuqtadir
Lyrics powered by www.musixmatch.com

Link