Amar Praner Pore Chole Gelo Ke

বাংলা ১২৯০ সনের ভাদ্র মাসে রবীন্দ্রনাথ রচনা করেন
"আমার প্রাণের 'পরে চলে গেল কে" এই গানখানি
তখন তার বয়স মাত্র ২২ বছর
১৮৮৩ সালে ভারতী পত্রিকায় গানটি প্রকাশিত হলো
পরে এই গানখানি ব্যবহার হলো
পরিচালক প্রভাত রায়ের "শ্বেত পাথরের থালা" চলচ্চিত্রে
১৯৯২ সালের ১৩ই নভেম্বর ছবিটি মুক্তি পায়
যার সংগীত পরিচালনা করেছিলেন রাহুল দেব বর্মন
আর গেয়েছিলেন ইন্দ্রাণী সেন

আমার প্রাণের 'পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো
সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে
ফুল ফুটিয়ে গেল শত শত

সে চলে গেল, বলে গেল না
সে কোথায় গেল ফিরে এল না
সে যেতে যেতে চেয়ে গেল
কী যেন গেয়ে গেল
তাই আপন-মনে বসে আছি কুসুমবনেতে
তাই আপন-মনে বসে আছি কুসুমবনেতে

সে ঢেউয়ের মতন ভেসে গেছে
চাঁদের আলোর দেশে গেছে
সে ঢেউয়ের মতন ভেসে গেছে
চাঁদের আলোর দেশে গেছে
যেখান দিয়ে হেসে গেছে
হাসি তার রেখে গেছে রে

মনে হল আঁখির কোণে
আমায় যেন ডেকে গেছে সে
আমি কোথায় যাব, কোথায় যাব
ভাবতেছি তাই একলা বসে

সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর
সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর
কুসুমবনের উপর দিয়ে কী কথা সে বলে গেল
ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল
হৃদয় আমার আকুল হল, নয়ন আমার মুদে এল রে
কোথা দিয়ে কোথায় গেল সে

আমার প্রাণের 'পরে চলে গেল কে



Credits
Writer(s): Rabindranath Tagore, Srabani Sen
Lyrics powered by www.musixmatch.com

Link