E Moho Aboran

এ মোহ-আবরণ
এ মোহ-আবরণ
খুলে দাও, দাও হে
এ মোহ-আবরণ

সুন্দর মুখ তব
দেখি নয়ন ভরি
সুন্দর মুখ তব
দেখি, দেখি
দেখি নয়ন ভরি

সুন্দর মুখ তব
দেখি নয়ন ভরি
চাও হৃদয়মাঝে
চাও হে

এ মোহ-আবরণ
এ মোহ-আবরণ
এ মোহ-আবরণ
খুলে দাও হে
এ মোহ-আবরণ
খুলে দাও, দাও হে
এ মোহ-আবরণ



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link