Moner Manush

মনের মানুষ ও চিনলি না রে
ও মনের মানুষ চিনলি না রে মন
মনের মানুষ
মনের মানুষ ও চিনলি না রে
ও মনের মানুষ চিনলি না রে মন
কাছে আছে যে কেন বেড়াস তারে খুঁজে
ও কাছে আছে যে কেন
বেড়াস তারে খুঁজে দূরে সারাক্ষণ
মনের মানুষ ও চিনলি না রে
ও মনের মানুষ চিনলি না রে মন

ভালোবাসা সর্বনাশা নদীর পাড়ে বাস
কখন ঝড়ে ভাঙ্গে রে ঘর ভাবনা বারো মাস
ও ভালোবাসা সর্বনাশা নদীর পাড়ে বাস
কখন ঝড়ে ভাঙ্গে রে ঘর ভাবনা বারো মাস
যখন ভাঙ্গে ভালোবাসা
ভাঙ্গে রে সব সুখের আশা
ও যখন ভাঙ্গে ভালোবাসা
ভাঙ্গে রে সব সুখের আশা
হারায় রে শিকল
মনের মানুষ ও চিনলি না রে
মনের মানুষ চিনলি না রে মন

উত্তাল পাতাল নদীরে তোর শুধুই হাহাকার
উত্তাল পাতাল নদীরে তোর শুধুই হাহাকার
এত জেনেও নদীর পাড়ে বাঁধিস কেন ঘর
উত্তাল পাতাল নদীরে তোর শুধুই হাহাকার
সাদা কালোর মুখোশগুলো যখন সরে যায়
সবার মুখের একই আদল বন্ধু চেনা দায়
ও সাদা কালোর মুখোশগুলো যখন সরে যায়
সবার মুখের একই আদল বন্ধু চেনা দায়
শূন্য তখন চারিধারে বন্ধু খুঁজিস মনের ঘরে
ও শূন্য তখন চারিধারে বন্ধু খুঁজিস মনের ঘরে
ভরে চোখের কোণ

মনের মানুষ ও চিনলি না রে
ও মনের মানুষ চিনলি না রে মন
কাছে আছে যে কেন
বেড়াস তারে খুঁজে দূরে সারাক্ষণ
মনের মানুষ ও চিনলি না রে
ও মনের মানুষ চিনলি না রে মন
চিনলি না রে ও চিনলি না রে
ও মনের মানুষ চিনলি না রে মন



Credits
Writer(s): Saifullah Zaman, Paban Das Baul
Lyrics powered by www.musixmatch.com

Link