Vule Jao

যতবার আমি আসতে চাই কাছে
ঝুলতে থাকি আমি অতীতের সাথে
যতবার আমি যেতে চাই দূরে
আটকে থাকি তোমাতে
যতবার বদলে গিয়েছি
চেনা ছিল ফিরতি পথ
পাথরের সাথে সখ্যতা তোমার
চিনে ছিলে কি অগ্নিরথ!!
যতবার বলি মানছি হার তবু
বঁাধ সাধে আত্নসম্মান
যতটুকু পারো আটকে রেখো
নিজের অভিমান
যদিও বা আমি থাকবো স্মৃতিতে
ভুলে যেও এই আমায়!!

জোনাকির আলোয় দেখায় আমি
তোমার সেই হাসিমুখ
ভুলতে বসেছি রোদের তাপে
খুঁজে ফিরি সস্তা সুখ।
যতক্ষন কাছে ছিলাম আমি সব সয়েছো হাসিমুখে
যা কিছু আমি হতে চেয়েছি
খুঁজে নিও তা অন্যের চোখে
যদিও বা আমি থাকবো স্মৃতিতে
ভুলে যেও এই আমায়!!



Credits
Writer(s): Rajesh
Lyrics powered by www.musixmatch.com

Link