Aamar Jibon Patra

আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান
আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান
তুমি জান নাই, তুমি জান নাই
তুমি জান নাই তার মূল্যের পরিমাণ
জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান
আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান

রজনীগন্ধা অগোচরে
যেমন রজনী স্বপনে ভরে সৌরভে
তুমি জান নাই, তুমি জান নাই
তুমি জান নাই, মরমে আমার ঢেলেছ তোমার গান
আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান
আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান

বিদায় নেবার সময় এবার হল
প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো
বিদায় নেবার সময় এবার হল
প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো

মধুর মরণে পূর্ণ করিয়া সঁপিয়া যাব প্রাণ চরণে
যারে জান নাই, যারে জান নাই, যারে জান নাই
তার গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান

আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান
আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link