Radha

আমারে আশিবার কথা কইয়্যা
মান কোরে রাই
রইয়াসো ঘুমাইয়া
আমারে আশিবার কথা কইয়্যা
মান কোরে রাই
রইয়াসো ঘুমাইয়া

রাধে গো ও ও ও
আমার কথা নাই তোর মনে
প্রেম করসো আয়নার সনে
শুইয়া আসো নিজ পতি লইয়া
আমি আর কতকাল থাকবো রাধে গো
আমি আর কতকাল থাকবো রাধে গো
দুয়ারে দাড়াইয়া
মান করে রাই
রইয়াসো ঘুমাইয়া
আমারে আশিবর কথা কইয়্যা
মান কোরে রাই
রইয়াসো ঘুমাইয়া
আমারে আশিবার কথা কইয়্যা
মান কোরে রাই
রইয়াসো ঘুমাইয়া

রাধে গো ও ও ও
দেখার যদি ইচ্ছা থাকে
আইসো রাই যমুনার ঘাটে
কাল সকালে কলসি কাখে লইয়া
আমি জলের ছায়ায় রূপ ফেলিবো গো
আমি জলের ছায়ায় রূপ ফেলিবো গো
কদম ডালে বইয়া
মান কোরে রাই
রইয়াসো ঘুমাইয়া
আমারে আশিবার কথা কইয়্যা
মান করে রাই
রইয়াসো ঘুমাইয়া
আমারে আশিবার কথা কইয়্যা
মান কোরে রাই
রইয়াসো ঘুমাইয়া

রাধে গো ও ও ও
নারী জাতির কঠিন রীতি
বোঝেনা পুরুষের মতি
সদাই থাকে নিজেরে লইয়া
তুমি করছো নারী রূপের বড়াই গো
তুমি করছো নারী রূপের বড়াই গো
রাধা রমনে যায় কইয়া
মান কোরে রাই
রইয়াসো ঘুমাইয়া
আমারে আশিবার কথা কইয়্যা
মান করে রাই
রইয়াসো ঘুমাইয়া
আমারে আশিবার কথা কইয়্যা
মান করে রাই
রইয়াসো ঘুমাইয়া



Credits
Writer(s): Ananda Shankar
Lyrics powered by www.musixmatch.com

Link