Godhuli

গোধুলি বেলায় বললে আমাকে ভালোবাসো আমায় হাত ধরে
কাঁদি নি আমি তোমার সেই কথায়
শুধু চেয়ে থেকেছি অবাক হয়ে
তুমি কি চেয়ে দেখো না
এ চোখের স্বপ্নীল বাসনা
মেঘে মেঘে আসে ঝড়
ভেঙ্গে দেয় গড়া বাসর
জলে জলে হয় সব হৃদয়
তুমি হীনা পৃথিবী
মরুময় কোনো ছবি
তুমি হীনা কিছু না আমি
তুমি নেই বলে
এখনও আমি
ধরে রেখেছি তোমার স্মৃতিখানি
যদি কখনও দেখা হয়ে যায়
দেখবে কি আমাকে তুমি অবাক হয়ে
কখনও আমাকে ভুলো না
দেখে হঠাৎ অবাক হইও না
মেঘে মেঘে আসে ঝড় ভেঙ্গে দেয় গড়া বাসর
জলে জলে হয়ে যায় সব হৃদয়
তুমি হীনা পৃথিবী মরুময় কোনো ছবি
তুমি হীনা কিছু না আমি
মেঘে মেঘে আসে ঝড় ভেঙ্গে দেয় গড়া বাসর
জলে জলে হয়ে যায় সব হৃদয়
তুমি হীনা পৃথিবী মরুময় কোনো ছবি
তুমি হীনা কিছু না আমি
মেঘে মেঘে আসে ঝড় ভেঙ্গে দেয় গড়া বাসর
জলে জলে হয়ে যায় সব হৃদয়



Credits
Writer(s): Abdar Rahman, Elita Saker
Lyrics powered by www.musixmatch.com

Link