Wednesday

শুনছি, যা শোনাচ্ছ আমায়
বলছি, তাই যা চাচ্ছো শুনতে
ধংস করো, তোমার চারপাশে
কুয়াশায় ঝাপসা এই জানালা

পেরলেই, আলোর নতুন ভুবন
যেখানে নেই, ওই সৃষ্ট দেয়াল

মিথ্যে গল্প শুনে আজ আমার বেরে ওঠা
ধরতে পারা সূর্য আজও অজানা
তবে কি, এই জীবন সাজাব আর সবার মত
মেনে নেবে সবাই, কারন সত্যে দিধা হয়

পেরলেই, আলোর নতুন ভুবন
যেখানে নেই, ওই সৃষ্ট দেয়াল |



Credits
Writer(s): Ingo Moell, Martin Morsch, Dani Michaud, Tim Hahne
Lyrics powered by www.musixmatch.com

Link