Ghumer Golpo (Fahmida)

একটি দুটি ঘুমের গল্প
টুকরো অভিমান
ছেড়া ছেড়া সাদাকালো
স্বপ্নবতী গান
একটি দুটি ঘুমের গল্প
টুকরো অভিমান
ছেড়া ছেড়া সাদাকালো
স্বপ্নবতী গান

পয়মন্ত সম্ভাবনা
লজ্জাবতী হাসি
ইচ্ছে করে ডেকে বলি
তাকেই ভালবাসি... ভালবাসি

এই যে প্রজাপতির উড়াল
লাল টুকটুক ঘুড়ি
গল্প স্বপ্ন আর কবিতায়
আকাশ নীলে উড়ি
এই যে প্রজাপতির উড়াল প্রজাপতির
লাল টুকটুক ঘুড়ি
গল্প সল্প আর কবিতায়
আকাশ নীলে উড়ি

সাগর জলে রোদে ভেজে
ভালবাসার নুড়ি
সাগর জলে রোদে ভেজে
ভালবাসার নুড়ি

একটি দুটি ঘুমের গল্প
টুকরো অভিমান
ছেড়া ছেড়া সাদাকালো
স্বপ্নবতী গান
হু... ঘুমের গল্প
টুকরো অভিমান
ছেড়া ছেড়া সাদাকালো
হু... গান

একটি দুটি হলুদ বিকেল
রাত্রি বাড়ায় হাত
অনেক কথা বলতে গিয়ে
না বলার উৎপাত
একটি দুটি হলুদ বিকেল
রাত্রি বাড়ায় হাত
অনেক কথা বলতে গিয়ে
না বলার উৎপাত

ইচ্ছে করে বাজিয়ে তুলি
রঙিন কাঁচের চুড়ি
ইচ্ছে করে বাজিয়ে তুলি
রঙিন কাঁচের চুড়ি

একটি দুটি ঘুমের গল্প
টুকরো অভিমান
ছেড়া ছেড়া সাদাকালো
স্বপ্নবতী গান
একটি দুটি ঘুমের গল্প
টুকরো অভিমান
ছেড়া ছেড়া সাদাকালো
স্বপ্নবতী গান



Credits
Writer(s): Fahmida Nabi
Lyrics powered by www.musixmatch.com

Link