Chader Shiri

চাঁদের সিঁড়ি বেয়ে
রূপকথা নেমেছে রাস্তায়
তোর কথা ধুলোর সাথে মেখে
রঙিন করেছে এ সন্ধ্যা

চাঁদের সিঁড়ি বেয়ে
রূপকথা নেমেছে রাস্তায়
তোর কথা ধুলোর সাথে মেখে
রঙিন করেছে এ সন্ধ্যা

তোর আকাশে তারার আবির
রঙ ছড়াবে তাই আবার, আগের মতো
আমি যাব সাত সমুদ্র পেরিয়ে

তোকে ভেবে ভেবে ভোর হবে রাত
রাত হবে ভোর
তোকে ভেবে ভেবে ভোর হবে রাত
রাত হবে ভোর
তোর চোখ ছুঁয়ে যাবে বৃষ্টি

সাঁতরে যাবে মেঘ
রঙিন ওড়না পরে আকাশের জলে
সোনাঝুড়ি কচি পাতায়
সূর্যি ডোবার ছবি এঁকে নেবে

সাঁতরে যাবে মেঘ
রঙিন ওড়না পরে আকাশের জলে
সোনাঝুড়ি কচি পাতায়
সূর্যি ডোবার ছবি এঁকে নেবে

ধার করে তোর লেখাঝোকার খাতা
নতুন পায়ে সুরের দেশে যাই
কথা-সুতোয় সুরের মালা গেঁথে গলায় পরে
দু'জন মিলে গাই

তোকে ভেবে ভেবে ভোর হবে রাত
রাত হবে ভোর
তোকে ভেবে ভেবে ভোর হবে রাত
রাত হবে ভোর
তোর চোখ ছুঁয়ে যাবে বৃষ্টি



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link