Kamlo Megheder Ojan

কমল মেঘেদের ওজন,
বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোঁজে আমাকে
ওহো হো হো হো
কমল মেঘেদের ওজন,
বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোঁজে আমাকে
রাঘব১@আউটলুক.কম
বৃষ্টি ভেজে বৃষ্টিতেই, সৃষ্টি ছাড়া সৃষ্টিতেই
বৃষ্টি ভেজে বৃষ্টিতেই, সৃষ্টি ছাড়া সৃষ্টিতেই
অস্রু বিভোর তবু জানেনা কেন সে কাঁদে

কমল মেঘেদের ওজন,
বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোঁজে আমাকে

লা লা লা লা... লা লা লা লা ওহো

ভেজা ভেজা চিন্তায়, ভেজে এই দিন তাই
চিলেকোঠা জলে জলময়
হুম হুম হুম হুম বৃষ্টি ধোয়া রাত, কার্নিশে কার হাত
একা কে দারিয়ে অসময়

হুম.ভেজা ভেজা চিন্তায়, ভেজে এই দিন টাই
চিলেকোঠা জলে জলময়
ওহো ওহো ওহো ওহো বৃষ্টি ধোয়া রাত, কার্নিশে কার হাত
একা কে দারিয়ে অসময়

ওকে লাগে ভয় আমার,
কাছে গিয়ে কেন আবার আসি ফিরে, শিক্ত শরীরে
বৃষ্টি বর সুক্ষ যে, বৃষ্টি কোন সুখ খোঁজে
বৃষ্টি বর সুক্ষ যে, বৃষ্টি কোন সুখ খোঁজে
তরঙ্গ ভাঙে কেন হৃদয়ের নদী তীরে

কমল মেঘেদের ওজন,
বৃষ্টি বলে প্রয়োজন তাকে...

সত্যি বৃষ্টির খুব প্রয়জন



Credits
Writer(s): Rupam
Lyrics powered by www.musixmatch.com

Link