Jhor

জ্বরে বিভোর, জ্বরা ঘুম-মাখা চোখ
জ্বর-শীতল গায়ে বিছানা চাদর
আধো জাগা নেশায় মাখা স্বপ্ন হয়ে
রুখতে একা বারুদ শুকায় দেওয়ালে

জ্বরে বিভোর, জ্বরা ঘুম-মাখা চোখ
জ্বর-শীতল গায়ে বিছানা চাদর
আধো জাগা নেশায় মাখা স্বপ্ন হয়ে
রুখতে একা বারুদ শুকায় দেওয়ালে

জয়ের জোর, জলাঞ্জল কাঁপনে পৃথিবী
পাঁজরে পাঁজরে পেরেক গাঁথা
তুমি আর আমি

জয়ের জোর, জলাঞ্জল কাঁপনে পৃথিবী
পাঁজরে পাঁজরে পেরেক গাঁথা
তুমি আর আমি

জ্বর কাঁপানো মৃত্যু চোখে মরণ ক্ষুধা
লাশকাটা শহরে আমার একলা হাঁটা
রাতের তারা আর জাগে না
দেখায় না দূরের পথ
দিনের আলোয় মৃত্যু খোঁজা
কালের শপথ

টলছে আকাশ, পুড়ছি আমি
জ্বলছে শরীর জ্বরে
জ্বর ছাড়া আর সবাই ওরা
কিসের ঘোরে পড়ে?

টলছে আকাশ, পুড়ছি আমি
জ্বলছে শরীর জ্বরে
জ্বর ছাড়া আর সবাই ওরা
কিসের ঘোরে পড়ে?

টলছে আকাশ, পুড়ছি আমি
জ্বলছে শরীর জ্বরে
জ্বর ছাড়া আর সবাই ওরা
কিসের ঘোরে পড়ে?

টলছে আকাশ, পুড়ছি আমি
জ্বলছে শরীর জ্বরে
জ্বর ছাড়া আর সবাই ওরা
কিসের ঘোরে পড়ে?



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link