Jonaki

হাতের মুঠোয় কঠিন সাঁতার
সাহস পেলেই নাগাল পাবি
পায়ের নীচে মাটির চোখ আর
বুকের পাঁজর মনের চাবি
বয়ে চলা নদী কোন
ভরসা দিয়ে নেই কোন
থামেনি দৌড় এখনো
থামেনি দৌড় এখনো
জোনাকি, এখনো তো জ্বলতে বাকি
জোনাকি, জোনাকি, এখনো তো জ্বলতে বাকি

বুকের আগুনেতে লুকিয়ে লুকিয়ে
এখনো আগুন পোহাষ
ফুরিয়ে যেতে যেতে তুই আবার কেন
আবার ও ফিরে ফিরে চাস
কিছুটা ঘরকুনো ভেতরে ইচ্ছেরা
গুমরে মরছে হাজার
সূর্য উঠে গেলে, সে কথা কানে কানে
মনের ঘুমকে জানাস

ওও, মায়ার জীবন বন্ধু
বুঝবি কি তার ছলচাতুরী
কাঁদায় বা কখনো হাসায়
ওও, মায়ার জীবন বন্ধু
বুঝবি কি তার ছলচাতুরী
কাঁদায় বা কখনো হাসায়

হাতের মুঠোয় কঠিন সাঁতার
সাহস পেলেই নাগাল পাবি
পায়ের নীচে মাটির চোখ আর
বুকের পাঁজর মনের চাবি
বয়ে চলা নদী কোন
ভরসা দিয়ে নেই কোন
থামেনি দৌড় এখনো
থামেনি দৌড় এখনো
জোনাকি, এখনো তো জ্বলতে বাকি
জোনাকি, জোনাকি, এখনো তো জ্বলতে বাকি



Credits
Writer(s): Indraadip Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link