Chhyapath Bhule Gele

ছায়াপথ ভুলে গেলে
চোখ মুছে, খসে তারা
ঝিল-মিল শোক মিছিল
বের করে জোনাকিরা

শির শিরে আদরের মাঝখানে
থেমে গেছে গল্পের ক্লাস
ঘামে ভেজা শরীর খুঁজতে গিয়েছে
রাতপাখিদের ইস্কুল বাস

তবু ঝড়ের আলো আকাশে
ভিজে ওঠে ওই নীল মেঘ মাসে, কৃষ্ণচূড়া
তবু ঝড়ের আলো আকাশে
ভিজে ওঠে ওই নীল মেঘ মাসে, কৃষ্ণচূড়া

চাঁদ ডুবে গেলে, ভয় পেলে
পাখি ডাকে
একা বিছানাতে
ঘুমের ঠোঁট খোঁজে কাকে?

মায়া মায়া জোছনায় শঙ্খ লেগে
মিলে মিশে ছিলো দুটো ভুল
নোনা জল শুকিয়েছে তোর গালে
নিকোটিন চুষেছে আঙুল

তবু ঝড়ের আলো আকাশে
ভিজে ওঠে ওই নীল মেঘ মাসে, কৃষ্ণচূড়া
তবু ঝড়ের আলো আকাশে
ভিজে ওঠে ওই নীল মেঘ মাসে, কৃষ্ণচূড়া

তবু ঝড়ের আলো আকাশে
ভিজে ওঠে ওই নীল মেঘ মাসে, কৃষ্ণচূড়া

ভেজা ফুটপাতে, কোন রাতে
পরী নামে
তার পালক জড়িয়ে যায়
ফেলে যাওয়া, চিউইংগামে

আসমানী পালকের রক্তের ছিঁটে
বেঁচে গেছে জোর- বরাত
অল্প মাংস কিছু উপড়ে এসেছে
পরী ব্যথায় কেঁদেছে সারা রাত

তবু ঝড়ের আলো আকাশে
ভিজে ওঠে ওই নীল মেঘ মাসে, কৃষ্ণচূড়া
তবু ঝড়ের আলো আকাশে
ভিজে ওঠে ওই নীল মেঘ মাসে, কৃষ্ণচূড়া

তবু ঝড়ের আলো আকাশে
ভিজে ওঠে ওই নীল মেঘ মাসে, কৃষ্ণচূড়া



Credits
Writer(s): Indraadip Das Gupta
Lyrics powered by www.musixmatch.com

Link