Kichhuta Rohossyo

You got a feeling, you got a feeling
You got a feeling, yeah
You got a feeling, you got a feeling
You got a feeling, yeah

একদম চোখের সামনে দেখছি, আসল না illusion?
দেখছি যত, বাড়ছে তত life-এর এই confusion
একা একা ভাবছি যত, পাচ্ছি না solution
আমি কি করে কি করি, কি করে কি করি

Hot egg, cheesecake, give me a break
অসহায়, গেঁথে গেছি, ঘেঁটে গেছি অর্ধেক
জীবনের precision, আর কয়েকটা decision
আমায় নিয়ে নিতে হবে, there will be no consolation
There will be no consolation

কিছুটা রহস্য থাকা ভালো
আচমকা ধরা দিয়ে লাগছে বেশ
ভালোবেসে থাক সবকিছু অজানা
লোকে বলে জানার নেই তো শেষ

কিছুটা রহস্য থাকা ভালো
আচমকা ধরা দিয়ে লাগছে বেশ
ভালোবেসে থাক সবকিছু অজানা
লোকে বলে জানার নেই তো শেষ

ছোটখাটো, ভাঙাচোরা, লুকোনো নিজেকে
ধরা পড়ে গেলে ব্যথা লাগে যে বিবেকে
সামনে এসে দাঁড়াই, কিংবা বাক্সবন্দী রাখি
I just can't hide it, ধরা পড়ে যায় ফাঁকি
আমি কি করে কি করি, কি করে কি করি
আমি কি করে কি করি, কি করে কি করি

It's not simple, black or white
Nothing seems to be alright
আমি আগের মতো নেই
পাল্টে যাচ্ছি, বদলে যাচ্ছি
যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি
যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি

কিছুটা রহস্য থাকা ভালো
আচমকা ধরা দিয়ে লাগছে বেশ
ভালোবেসে থাক সবকিছু অজানা
লোকে বলে জানার নেই তো শেষ

কিছুটা রহস্য থাকা ভালো
আচমকা ধরা দিয়ে লাগছে বেশ
ভালোবেসে থাক সবকিছু অজানা
লোকে বলে জানার নেই তো শেষ

কিছুটা রহস্য থাকা ভালো
আচমকা ধরা দিয়ে লাগছে বেশ
ভালোবেসে থাক সবকিছু অজানা
লোকে বলে জানার নেই তো শেষ

কিছুটা রহস্য থাকা ভালো
আচমকা ধরা দিয়ে লাগছে বেশ
ভালোবেসে থাক সবকিছু অজানা
লোকে বলে জানার নেই তো শেষ



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link