Angel - Performed By Agnes Milewski

তোমার রজনীগন্ধা ধুপ-ধুনো পঁচিশে বৈশাখ
তোমার ধোপদুরস্ত সংস্কৃতি তোমারই থাক
হবার যা নয় কোনদিন, এখানেই থেমে যাক
দেবলিনা, কফি খাওয়া আর হল না আমার
বাকি কথা আজ এখানেই থাক।
আছে তোমার বাবার ইমারতের কারখানা,
শহর গড়ার কল
আমার তাপটিমারা জিন্স, আমার ভাঙ্গা
গীটার, আমার সম্বল
অর্থকড়ির প্রশ্ন এ নয়, তোমার আমার বিস্তর
ফারাক
দেবলিনা, কফি খাওয়া আর হল না আমার
বাকি কথা আজ এখানেই থাক।
আমার কানের দুলটা, লম্বা চুলটা, ফেলেছে
তোমাকে বড়ই লজ্জায়
আমার কানের দুলটা, লম্বা চুলটা, ফেলেছে
তোমাকে বড়ই লজ্জায়
মানাচ্ছেনা কিছুতেই আর আমাকে তোমার
সাবেকী জলসায়
বৃষ্টি নামবে এখুনি, চলি আমি, বেস্ট অফ লাক
দেবলিনা, ভালোবাসা এক চার অক্ষরের
বদনামি
তাই সে কথা থাক।
লেখাপড়া করে কেউ গাড়ি চড়ে, কেউ জানে
তার আসল পরিচয়
আমার শিক্ষা জানান দিচ্ছে, বিলেত ফেরত
আমার হবার নয়
সুদূরের পিয়াসী আমি, মনটা তাই বড়ই জঞ্জল
দেবলিনা, কেঁদে কেঁদে আর লাভ নাই কোন
মুছে ফেল তাই তোমার চোখের জল।
সময় আমার কড়া নেড়ে গেছে মাথার ভেতর,
হৃদয়ের দরজায়
আটোসাটো হয়ে থাকব কি করে, চারিপাশে
বড়ই অবক্ষয়
উপড়ে গেছে শেকড় আমার, বনেদিয়ানার আমি
ছিন্নমূল
দেবলিনা, দেখেছিলে যেটা আমায় নিয়ে
স্বপ্নতো নয়, চোখের ভুল।



Credits
Writer(s): O Ri On, Heo Chai Min
Lyrics powered by www.musixmatch.com

Link