Tarlagi

তার লাগি মন পুড়ে যায়
সবই আছে, তবু সে কোথায়?
ভালো তো লাগে না আর এই জীবন
তার লাগি সুখ উড়ে যায়
মন পাখি কাঁদে অবেলায়
ভালো তো লাগে না আর এই জীবন

বলেছিলো সে আমারই রবে
কোনোদিনও যাবে না ছেড়ে
আঁধার ঘরের আলো সে হবে
কোনোদিনও রবে না দূরে

এত চাই তবুও হেরে যাই যদিও
জপি তারে চুপিসারে সারাক্ষণ

তার লাগি মন পুড়ে যায়
সবই আছে, তবু সে কোথায়?
ভালো তো লাগে না আর এই জীবন
তার লাগি সুখ উড়ে যায়
মন পাখি কাঁদে অবেলায়
ভালো তো লাগে না আর এই জীবন

খুঁজেছিলো সে আমারই মনে
তারই মনের ঠিকানা
চোখের তারায় স্বপ্ন হাজার
ভালোবাসার সীমানা

এত চাই তবুও হেরে যাই যদিও
জপি তারে চুপিসারে সারাক্ষণ

তার লাগি মন পুড়ে যায়
সবই আছে, তবু সে কোথায়?
ভালো তো লাগে না আর এই জীবন
তার লাগি সুখ উড়ে যায়
মন পাখি কাঁদে অবেলায়
ভালো তো লাগে না আর এই জীবন

তার লাগি মন পুড়ে যায়
সবই আছে, তবু সে কোথায়?
ভালো তো লাগে না আর এই জীবন
তার লাগি সুখ উড়ে যায়
মন পাখি কাঁদে অবেলায়
ভালো তো লাগে না আর এই জীবন



Credits
Writer(s): Rajib
Lyrics powered by www.musixmatch.com

Link