Jhiri Jhiri Halka Haowa - Female Vocals

ঝিরিঝিরি হালকা হাওয়ায়
কাছে থেকো শরীর জুড়ে
ভালোবাসার রুপকথায়
দু'জনে এই সন্ধ্যেবেলায়
তারারা ডাকে তোমায় আমায়
অজানা স্বাধীনতায়
ঝিরিঝিরি হালকা হাওয়ায়

স্বপ্নেরা জেগেছে ঠোঁটে
চুপিচুপি মন যে ছোটে
আলোঘেরা ছায়াতে আরও কিছুক্ষণ
স্বপ্নেরা জেগেছে ঠোঁটে
চুপিচুপি মন যে ছোটে
আলোঘেরা ছায়াতে আরও কিছুক্ষণ
তোমার আমার মনের মাঝে
আমাদের এই উষ্ণতায়
ঝিরিঝিরি হালকা হাওয়ায়

রাত চাদরে ঢেউ পেরিয়ে
মন হারানো মন জুড়িয়ে
কাঁচঘর পৃথিবী কেমন সেজেছে দেখো
সন্ধ্যে নামা সূর্য শেষে
ভালোলাগার গল্প মেশে
স্বপ্নপুর অতিথি আমায় দু'চোখে রেখো
দেখো তুমি চেয়ে দেখো
দেখো চেয়ে এই দু' চোখে

ঝিরিঝিরি হালকা হাওয়ায়
কাছে থেকো শরীর জুড়ে
ভালোবাসার রুপকথায়
দু'জনে এই সন্ধ্যেবেলায়
তারারা ডাকে তোমায় আমায়
অজানা স্বাধীনতায়
ঝিরিঝিরি লালা লালালালা



Credits
Writer(s): Surojit Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link