Punorutthan

'পুনরুত্থান'-

আঁধারের বুকে, অন্ধকারে... ডুবে যাবার আগে,
বলছি আমার অতীতের কথা... চলে গেলাম কলুষিত জীবন ছেড়ে।
বিচারহীন সমাজের... সুযোগ নিয়ে করেছি অবিচার
ধ্বংস করেছি হাজার জীবন... কেড়ে নিয়েছি অধিকার।
আমি বীলিন হলাম চীরতরে... শুরু হল আমার আরেক জীবন,
আমি আবার আসব... ফিরে আবার আসব...
নতুন রূপে।

দোজখের দরজা খুলে উঠে এসেছি আমি,
নরকের সেই অগ্নিশিখায়ে জন্ম নিয়েছি আবার...
দানবের রূপে রূপ নিয়ে আমি করেছি প্রত্যাবর্তন
প্রতি ক্ষণে ক্ষণে কাঁপবে ধরনী, প্রার্থনারত ঈশ্বর।
ইহজগতের অভিশাপ নিয়ে এসেছি পরলোকে...
আকণ্ঠ নিমজ্জিত পাপে হয়েছি অভিশপ্ত।
ইহজগতের ঘৃণা বয়ে নিয়ে এসেছি পরলোকে...
চিরপাপে রূপ নিয়েছি পশুর নই আমি অনুতপ্ত।

তপ্ত নিঃশ্বাসে পুড়ে ছাই হবে এ ধরীত্রী,
ধরণী থমকে যাবে এই নারকীয় চীৎকারে...
জ্বলে-পুড়ে সব ছাই হয়ে যাবে... এই নশ্বর পৃথিবী,
অতীতের পাপ শক্তি যোগাবে... এই পাশবিক জীবনে।

ইহজগতের অভিশাপ নিয়ে এসেছি পরলোকে...
আকণ্ঠ নিমজ্জিত পাপে হয়েছি অভিশপ্ত।
ইহজগতের ঘৃণা বয়ে নিয়ে এসেছি পরলোকে...
চিরপাপে রূপ নিয়েছি পশুর নই আমি অনুতপ্ত।

গলে যাওয়া সব শবের স্তূপেতে পিনপতন নীরবতা,
অবশেষে সব স্তিমিত হবে ধরনীর যত ব্যাথা,
রেখে যাব চিরপাপের চিহ্ন এই পৃথিবীর মানচিত্রে...
কালের ললাটে লেখা রবে এই দুঃস্বপ্নের কথা।

আমি আবার আসব... আমি আবার আসব...



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link