Shesh Biday

চলে যাব বহু দূরে
যাব তোমাকে ছেড়ে
যত চাও ধরে রাখতে
আমি তো গেলাম ছুটে
শেষ হল আমাদেরি সময় এখানে
মনে রেখ আমরা ছিলাম যেখানে
জানিনা তো যাব কোথায় তবুও
এই তো শেষ বিদায়।
সৃতি গুলো ছিড়ে ফেলে
স্বপ্ন গুলো দিলে ভেঙে
চাইনা তোমাকে
নেশাটা যে তবুও চায় আমাকে।
শেষ হল আমাদেরি সময় এখানে
মনে রেখ আমরা ছিলাম যেখানে
জানিনা তো যাব কোথায় তবুও
এই তো শেষ বিদায়
ফিরে এসো না আমমার কাছে
শুধু কল্পনা তুমি
মিথ্যে ছলনা আর না
শুধু কল্পনা তুমি
শেষ হলো আমাদেরি সময় এখানে
মনে রেখ আমারা ছিলাম যেখানে
জানিনা তো যাব কোথায় তবুও
এই তো শেষ বিদায়



Credits
Writer(s): Black Priest
Lyrics powered by www.musixmatch.com

Link