Mostishker Ongar

শরীরে মরুর বালি ওড়ে
শিরা থেকে শিরার ভেতরে
ছুঁড়ে দেয়া কাল জলের শিখা
ছাঁই করে সবটাই পুড়ে পুড়ে
ভস্ম তৃষ্নার্ত শরীরের
চোখ থেকেও নিংরে জল পরে ।
স্বাধীনতার দেয়াল বিধ্বস্ত গোয়াল ঘরে ডুঁকরে কাঁদে
তোমাদের মগজে ডাস্টবিনের মাছি ওড়ে ঝাঁকে ঝাঁকে
অলস মস্তিষ্কের ঘূর্নিঝড়ে ।
আর কত উল্লাসে ছুঁড়বে অগ্নিশিখা
পোড়াবে আমার শরীর?
পুড়ে দেখেছকি কখনো নিজের আঙ্গুলের ডগা?
হৃদয়ে তোমার কাপুরুষতার ভীড়!
যাব কি যাবনা মশাল মিছিলে
পাথরের মত নায়িকারা বসে অটুট হাসে
সমাধান আছে কি নেই হাজার তর্ক আসে
বিবেক সব লুকিয়ে বেড়াতেই ভালবাসে ।
ক্রীতদাশ সব ঘুড়ির সুতোয় বাঁধা
ঘুড়ির রংটা কালো হলেও সাদা
মৃত্যুর পেয়ালাটা পূর্ন করবে জানি
অলিখিত অঙ্গারের কাহিনী ।



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link