Majhrate Chad Jodi - Unplugged

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেব তারে তুমি মনে রাখোনি

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেব তারে তুমি মনে রাখোনি

আকাশের বুক চিড়ে যদি ঝরে জল
বুঝে নেব আভিমানে তুমি কেঁদেছো
আকাশের বুক চিড়ে যদি ঝরে জল
বুঝে নেব আভিমানে তুমি কেঁদেছো

সরোবরে যদি ফোটে রক্তকমল
অনুভবে বুঝে নেব মান ভেঙেছো

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেব তারে তুমি মনে রাখোনি

রুপালি বিজলি যদি নীরব থাকে
কেঁদ না, ভেবো শুধু আমি তো আছি
রুপালি বিজলি যদি নীরব থাকে
কেঁদ না, ভেবো শুধু আমি তো আছি

স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে
বুঝে নিও আমি আছি কাছাকাছি

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেব তারে তুমি মনে রাখোনি

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেব তারে তুমি মনে রাখোনি



Credits
Writer(s): Sayed Hasan Tipu
Lyrics powered by www.musixmatch.com

Link