Ki Kore Bolbo - It's Complicated

কী করে বলবো বল
"তুই আজও আমায় ভালোবাসিস?"
প্রেমে পড়ি নতুন করে
যতবার তোকে দেখি
তোর জন্য প্রতি স্পন্দনে প্রার্থনা করি
কী করে বলবো বল
"তুই কি আমার কথা আজও ভাবিস?"

এক বর্ষার সকালে ভিজে
তুই হাঁটছিলি আনমনে
বাসা থেকে এসে তোর জন্যে ছাতাটা ধরা
প্রথম একসাথে ট্রামে চড়া
পাশে বসে প্রথম হাতটা ধরা
কলেজের পরে সন্ধ্যেবেলা
একসাথে সিনেমায় যাওয়া

হঠাৎ তোর দেশ ছেড়ে যাওয়া
শেষ বিদায় তোর এসে নাম না বলা
তোর সাথে শেষ তোলা ছবির স্মৃতি নিয়ে বেঁচে থাকা
আমাদের দশম বার্ষিকীতেও তোকে না ভুলতে পারা

কী করে বলবো বল
"তুই আজও আমায় ভালোবাসিস?"
প্রেমে পড়ি নতুন করে
যতবার তোকে দেখি
তোর জন্য প্রতি স্পন্দনে প্রার্থনা করি
কী করে বলবো বল
"তুই কি আমার কথা আজও ভাবিস?"

বলেছিলি যতন করে রাখবি পাপড়িগুলো
ডায়েরির ভাঁজে (ডায়েরির ভাঁজে), তোর সাজঘরে
কিছু মনে করবো না আমি
যদি বলিস তুই আরো কারো সাথে সুখী
ত্যাগ করতে রাজি
যদি ফোটে তোর মুখে একটু হাসি

শুধু জানতে চাই
রেখেছিস মনে কি?
হেরে যায়নি আমাদের ভালোবাসা
দূরত্বের অধীন
বুক ফেটে আসে রোজ বেদনা সীমাহীন
তোকে না ভেবে একটাও দিন কাটানো বেশ কঠিন

কী করে বলবো বল
"তুই আজও আমায় ভালোবাসিস?"
প্রেমে পড়ি নতুন করে
যতবার তোকে দেখি
তোর জন্য প্রতি স্পন্দনে প্রার্থনা করি
কী করে বলবো বল
"তুই কি আমার কথা আজও ভাবিস?"

কী করে বলবো বল
"তুই আজও আমায় ভালোবাসিস?"
প্রেমে পড়ি নতুন করে
যতবার তোকে দেখি
তোর জন্য প্রতি স্পন্দনে প্রার্থনা করি
কী করে বলবো বল
"তুই কি আমার কথা আজও ভাবিস?"

কী করে বলবো বল
কী করে বলবো বল



Credits
Writer(s): Raz Dee
Lyrics powered by www.musixmatch.com

Link