Kon Se Aalor Swapno Niye

কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়
ছায়া নীল সীমানায় ছড়ায় সোনা সুর্য মেঘের গায়
ডাকে আয়...
আয় রে আয় ...
কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ বনের আধার ফিরে
এই মন সঙ্গে করে আকাশের নীল নগরে আমিও যাব উড়ে তারি পাখায়
কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয়
চলে আয়
চেনা অচেনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানার অভিসারে
হয়ত ফিরেও দেখবে না এই ফেরারী মন...
ঘর ছাড়া .ওই শুন্যে ওরা পাখির মতন
যাব যে সেই বিদেশে যেখানে স্বপ্ন মিশে
সে যদি সামনে এসে দুহাত বাড়ায় .
কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয়
চলে আয় ...



Credits
Writer(s): Sudhin Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link