Tomra Jatoi Aghat Karo

তোমরা যতই আঘাত করো
নেই কো অপমান
শুধু আমায় দাও গো সুযোগ
শোনাতে এই গান

তোমরা যতই
তোমরা যতই আঘাত করো
নেই কো অপমান
শুধু আমায় দাও গো সুযোগ
শোনাতে এই গান

তোমরা যতই
তোমরা যতই আঘাত করো
নেই কো অপমান
শুধু আমায় দাও গো সুযোগ
শোনাতে এই গান
তোমরা যতই আঘাত করো

আমার গুরুর নামে আমি করছি শপথ, ভাই
শুধু যে চাই গান শোনাতে, আর কিছু না চাই
আমার গুরুর নামে আমি করছি শপথ, ভাই
শুধু যে চাই গান শোনাতে, আর কিছু না চাই
ব্যথার ডালি বক্ষে ধরি, গরল করি পান

তোমরা যতই
তোমরা যতই আঘাত করো
নেই কো অপমান
শুধু আমায় দাও গো সুযোগ
শোনাতে এই গান
তোমরা যতই আঘাত করো

নাম না জানা অনেক ফুলই পথের ধারে ফোটে
জীবনটা যায় ঝরে ঝরে, ফুলদানি না জোটে
নাম না জানা অনেক ফুলই পথের ধারে ফোটে
জীবনটা যায় ঝরে ঝরে, ফুলদানি না জোটে
দু'পায়েতে মাড়িয়ে গেলেও নেই যে অভিমান

তোমরা যতই
তোমরা যতই আঘাত করো
নেই কো অপমান
শুধু আমায় দাও গো সুযোগ
শোনাতে এই গান
তোমরা যতই আঘাত করো



Credits
Writer(s): Bappi Lahiri, Kishore Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link