Aamaar Naam Antony (From "Mother")

আমার নাম অ্যান্টনি
আমার নাম অ্যান্টনি
কাজের কিছুই শিখিনি
Learning কিংবা painting or singing
আমি আজকের দুনিয়াতে
Good for nothing

আমার নাম অ্যান্টনি
কাজের কিছুই শিখিনি
Learning কিংবা painting or singing
আমি আজকের দুনিয়াতে
Good for nothing

আমি ভবঘুরে সমাজের MLA
বাবা, MLA
উধাও হয়ে যাই কিছু না বলে
আমি ভবঘুরে সমাজের MLA
উধাও হয়ে যাই কিছু না বলে
আমি বাঁধা ছকেতে কখনো
চলিনি কোনোদিন

আমার নাম অ্যান্টনি
কাজের কিছুই শিখিনি
শিখিনি তো learning or earning
আমি আজকের দুনিয়াতে
Good for nothing

যত হাসিখুশি ছেলেখেলা পেয়েছি
আমার দু-পকেটে ভরে নিয়েছি
পকেটে ভরে নিয়েছি
যত হাসিখুশি ছেলেখেলা পেয়েছি
আমার দু-পকেটে ভরে নিয়েছি
ডলার টাকা পাউন্ড আমি চাই না
চাই না তো ইস্টারলিং

আমার নাম অ্যান্টনি
আমার নাম অ্যান্টনি
কাজের কিছুই শিখিনি
Learning কিংবা painting or singing
আমি আজকের দুনিয়াতে
Good for nothing
Good for nothing



Credits
Writer(s): Bireswar Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link