Bangla Amar Sorshe Ilish - Live

আজকে আমাদের বাংলা নববর্ষ
আর এই বিশেষ দিনটিতে
বাঙালি আর কিছু করুক, না করুক
এখনো পর্যন্ত খাওয়া-দাওয়ার ব্যবস্থাটা
মানে খাওয়া-দাওয়ার ঐতিহ্যটাকে
ঠিক বজায় রেখে চলেছে
এবারের গানটি লেখা গিয়াসউদ্দিন
সুর কল্যাণ সেন বরাটের
আমার বাংলাকে ভালোবেসে
আর আমার বাংলার খাবার-দাবারকে ভালোবেসে
আমার এই গান

বাংলা আমার সরষে ইলিশ
চিংড়ি কচি লাউ
বাংলা পারশে মাছকে ধুয়ে
জিরের বাটায় দাও

বাংলা আমার সরষে ইলিশ
চিংড়ি কচি লাউ
বাংলা পারশে মাছকে ধুয়ে
জিরের বাটায় দাও

বাংলা আমার সরষে ইলিশ
চিংড়ি কচি লাউ
বাংলা পারশে মাছকে ধুয়ে
জিরের বাটায় দাও

বাংলা ভুলি কি করে?
বাংলা বুকের ভিতরে
বাংলা ভুলি কি করে?
বাংলা বুকের ভিতরে

বাংলা আমার সরষে ইলিশ
চিংড়ি কচি লাউ
বাংলা পারশে মাছকে ধুয়ে
জিরের বাটায় দাও

বাংলা ভুলি কি করে?
বাংলা বুকের ভিতরে
বাংলা ভুলি কি করে?
বাংলা বুকের ভিতরে

বাংলা কাতলা মাছের মুড়োয়
মুগের ভাজা ডাল
বাংলা পাবদা মাছ চেরা
কাঁচা লঙ্কার ঝাল

বাংলা কাতলা মাছের মুড়োয়
মুগের ভাজা ডাল
বাংলা পাবদা মাছ চেরা
কাঁচা লঙ্কার ঝাল

কেউ এলে আর দু'মুঠো চাল
দাও হাঁড়িতে দাও
কেউ এলে আর দু'মুঠো চাল
দাও হাঁড়িতে দাও

বাংলা ভুলি কি করে?
বাংলা বুকের ভিতরে
বাংলা ভুলি কি করে?
বাংলা বুকের ভিতরে

শীতের ভোরের বেওরা পুকুর
টুসু গানের সারি
নতুন চালের ভাঁপা পিঠে
চাকলি আহামরি
সরু চাকলি আহামরি

শীতের ভোরের বেওরা পুকুর
টুসু গানের সারি
নতুন চালের ভাঁপা পিঠে
চাকলি আহামরি
সরু চাকলি আহামরি

বাংলা ঈদের লাড্ডু বানায়
আবছা ভোরে ওঠা
বাংলা কিশোর ভাইয়ের মাথায়
ছোট্ট বোনের ফোঁটা

বাংলা ঈদের লাড্ডু বানায়
আবছা ভোরে ওঠা
বাংলা কিশোর ভাইয়ের মাথায়
ছোট্ট বোনের ফোঁটা

বাংলা বলা সমস্ত মুখ
নাও গো সাথে নাও
বাংলা বলা সমস্ত মুখ
নাও গো সাথে নাও

বাংলা ভুলি কি করে?
বাংলা বুকের ভিতরে
বাংলা ভুলি কি করে?
বাংলা বুকের ভিতরে

বাংলা আমার সরষে ইলিশ
চিংড়ি কচি লাউ
বাংলা পারশে মাছকে ধুয়ে
জিরের বাটায় দাও

বাংলা ভুলি কি করে?
বাংলা বুকের ভিতরে
বাংলা ভুলি কি করে?
বাংলা বুকের ভিতরে

বাংলা ভুলি কি করে?
বাংলা বুকের ভিতরে
বাংলা ভুলি কি করে?
বাংলা বুকের ভিতরে



Credits
Writer(s): Giasuddin, Kalyan Sen Barat
Lyrics powered by www.musixmatch.com

Link