Sakhi Lokey Boley Kaalo

সখী, লোকে বলে কালো
সখী, লোকে বলে কালো
কালো নয়, সে যে আমার চোখের আলো
সখী, লোকে বলে কালো
বঁধু কালো তাই
আমার বঁধু কালো তাই কাজল লেখায় নয়ন করেছি কালো
ও সখী, লোকে বলে কালো

ও রূপ দেখবো বলে
ওগো আমার বঁধুর সেই কালো রূপ দেখবো বলে
আমি নয়ন করেছি কালো

সে যে আমার হৃদয় রাজা
আমি প্রেমের আসনে বসায়ে তারে
দিবো গো প্রেমের সাজা
তারে সাজা দিবো গো

সখী, লোকে বলে কালো



Credits
Writer(s): Soumyojit Das, Sourendra, Srijato
Lyrics powered by www.musixmatch.com

Link