Ghorete Bhromor Elo - Male Vocals

ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে
ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে
আমারে কার কথা সে যায় শুনিয়ে
ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে
ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে

আলোতে কোন গগনে মাধবী জাগল বনে
আলোতে কোন গগনে মাধবী জাগল বনে
এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে
এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে
সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে
ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে
ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে

কেমনে রহি ঘরে, মন যে কেমন করে
কেমনে রহি ঘরে, মন যে কেমন করে
কেমনে কাটে গো দিন দিন গুনিয়ে
কেমনে কাটে গো দিন দিন গুনিয়ে
কি মায়া দেয় বুলায়ে, দিলো সব কাজ ভুলায়ে
কি মায়া দেয় বুলায়ে, দিলো সব কাজ ভুলায়ে
বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে
বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে
আমারে কার কথা সে যায় শুনিয়ে
ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে
ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে
আমারে কার কথা সে যায় শুনিয়ে
ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে
ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে



Credits
Writer(s): Rabindranath Tagore, Srabani Sen
Lyrics powered by www.musixmatch.com

Link