Towaler Gaan

এ, হড়কে হড়কে অঙ্ক करके, বাপ-মা छोड़ के सब
তিন বেচারা दिल का मारा মরচে ধরা job
ধরছে ছাড়ছে, ছাড়ছে ধরছে, পাল্টে দিচ্ছে scene
Chance-এ dance-এ আর romance-এ ভাবছে সারাদিন
কত কী করার আছে বাকি
সব রাস্তাই unlucky

মিথ্যে বেকার ভাতা চাকরির মাথাব্যথা
মিথ্যে বেকার ভাতা চাকরির মাথাব্যথা
এড়িয়ে নজর গেল দেওয়ালে
(এড়িয়ে নজর গেল দেওয়ালে)
Idea এলো যত খেয়ালে (খেয়ালে)

এবার কামাল হবে, পকেটে বাওয়াল হবে
Carrier-এ সিঁড়ি হবে তোয়ালে

তোয়ালে তোয়ালে মোড়া জগত সবার
তোয়ালে ছাড়া কি চলে ঘর-সংসার?
তোয়ালে তোয়ালে মোড়া জগত সবার
তোয়ালে ছাড়া কি চলে ঘর-সংসার?

আমজনতা বা সরকার, সবারই দরকার
Ramp-এতে malfunction, সাত তাড়াতাড়ি action
Ramp-এতে malfunction, সাত তাড়াতাড়ি action
আটঘাট বেঁধে নেবে তোয়ালে

এবার কামাল হবে, পকেটে বাওয়াল হবে
Carrier-এ সিঁড়ি হবে তোয়ালে

তোয়ালে তোয়ালে মোড়া জগত সবার
তোয়ালে ছাড়া কি চলে ঘর-সংসার?
তোয়ালে তোয়ালে মোড়া জগত সবার
তোয়ালে ছাড়া কি চলে ঘর-সংসার?

কখনও বা ন্যাতা হবে
নেতার কাঁধেতে পাবে স্থান
কখনও বা রাত-বালিশে
তেলে জলে মিলেমিশে-
জলে তেলে মিলেমিশে একসাথে সহাবস্থান
ও, তোয়ালে সবার जानेमन

এবার কামাল হবে, পকেটে বাওয়াল হবে
Carrier-এ সিঁড়ি হবে তোয়ালে

তোয়ালে তোয়ালে মোড়া জগত সবার
তোয়ালে ছাড়া কি চলে ঘর-সংসার?
তোয়ালে তোয়ালে মোড়া জগত সবার
তোয়ালে ছাড়া কি চলে ঘর-সংসার?

ভাবনা কাহারে বলে, দেখিয়া আহারে বলে
চলনে বাহারে বলে তোয়ালে
তবে যখনই ভিজিবে তুমি শহরে বা বনভূমি
তখনই ভজিবে জানি তোয়ালে

Yo লক্ষ্মী-সরস্বতী একসাথে সব
তুলেছে দেখছি দেখো তোয়ালের রব
লক্ষ্মী-সরস্বতী একসাথে সব
তুলেছে দেখছি দেখো তোয়ালের রব
আমরাও তুলে নেব যা যা তোলবার
আমরাও তুলে নেব যা যা তোলবার
তোয়ালের ব্যাবসায় line পাবার
তোয়ালের ব্যাবসার line পাবার

তোয়ালে তোয়ালে মোড়া জগত সবার
তোয়ালে বিনা চলে না ঘর-সংসার
তোয়ালে তোয়ালে মোড়া জগত সবার
তোয়ালে বিনা চলে না ঘর-সংসার
তোয়ালে তোয়ালে মোড়া জগত সবার
তোয়ালে বিনা চলে না ঘর-সংসার



Credits
Writer(s): Indraadip Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link