Je Samaje

যে সমাজে আমার কোনোও জায়গা নেই
সেই সমাজেই আবার গাইছি গান
যে সমাজে আমার কোনোও জায়গা নেই
সেই সমাজেই আবার গাইছি গান
আমি মাতাল হতে পারি
আমি পাগল হতে পারি
আমি ব্যর্থ হতে পারি
নিঃস্বার্থ হতে পারি
হতে দাও
আমার শিকল কাদের হাতে
নজরবন্দী থাকতে জানি না
আমার ডানায় হাওয়া ছুঁলে
ভাবলে কেনো উড়তে জানি না

সমাজ থাকুক নিজের মত
আমার মুখের লাগাম খুঁজছি না
যে সমাজে আমার কোনোও জায়গা নেই
সেই সমাজেই আবার গাইছি গান
আমি মাতাল হতে পারি

আমি পাগল হতে পারি

আমি ব্যর্থ হতে পারি
নিঃস্বার্থ হতে পারি
হতে দাও
স্যুটকেসে সব দম ফুরিয়ে
ন্যাফথোলিনের গন্ধ চিনেছি
স্ট্যাতাস ক্যুয়োএ থমকে থেকে
বিশাল বিশাল শূণ্য এঁকেছি
এখন আমিও সমাজের
সংজ্ঞা জানি থাকতেও শিখেছি
যে সমাজে আমার কোনোও জায়গা নেই
সেই সমাজেই আবার গাইছি গান
আমি মাতাল হতে পারি
আমি পাগল হতে পারি
আমি ব্যর্থ হতে পারি
নিঃস্বার্থ হতে পারি
হতে দাও
হতে দাও...
হতে দাও...
হতে দাও...



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link